ঢাকাবুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

মুশফিকের সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে ১১৭ রানের লিড বাংলাদেশের

জাগো বুলেটিন
আগস্ট ২৪, ২০২৪ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে ১১৭ রানের লিড নিলো সফরকারী বাংলাদেশ। প্রথম ইনিংসে পাকিস্তানের ৬ উইকেটে ৪৪৮ রানের জবাবে ৫৬৫ রানে অলআউট হয় টাইগাররা। ১৯১ রানে আউট হন মুশফিক।
গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ৩১৬ রান করেছিলো বাংলাদেশ। ৫ উইকেট হাতে নিয়ে ১৩২ রানে পিছিয়ে ছিলো টাইগাররা। মুশফিক ৫৫ ও লিটন দাস ৫২ রানে অপরাজিত ছিলেন।
আজ দিনের নবম ওভারে পাকিস্তানের পেসার নাসিম শাহর বলে ৫৬ রানে আউট হন লিটন। ৭৮ বল খেলে ৮টি চার ও ১টি ছক্কা হাঁকান তিনি। ষষ্ঠ উইকেট জুটিতে মুুশফিকের সাথে ১১৪ রান যোগ করেন লিটন।
লিটন ফেরার পর মেহেদি হাসান মিরাজকে নিয়ে বাংলাদেশের রানের চাকা সচল রাখেন মুশফিক। ইনিংসের ১১৬তম ওভারে টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরির দেখা পান মুশফিক। ১৩৭তম ওভারে পাকিস্তানের রান টপকে বাংলাদেশকে লিড এনে দেন মুশফিক-মিরাজ।
ডাবল-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ব্যক্তিগত ১৯১ রানে পেসার মোহাম্মদ আলির বলে আউট হন মুশফিক। তার ৩৪১ বলের ইনিংসে ২২টি চার ও ১টি ছক্কা ছিলো। সপ্তম উইকেটে মিরাজের সাথে ১৯৬ রানের জুটি গড়েন মুশফিক।
মুশফিক ফেরার পর বাংলাদেশের লিড বাড়িয়েছেন মিরাজ ও শরিফুল ইসলাম। নবম ব্যাটার হিসেবে ৬টি চারে ৭৭ রানে আউট হন মিরাজ। শেষ ব্যাটার হিসেবে শরিফুল ২২ রানে থামলে শেষ হয় বাংলাদেশের ইনিংস।
নাসিম শাহ ৩টি, শাহিন শাহ আফ্রিদি-খুররাম শাহজাদ ও আলি ২টি করে উইকেট নেন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com