গত জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছিলো ভারত। ঐ সিরিজ জয়ে আত্মবিশ্বাসী হয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারাতে চান ভারত অধিনায়ক রোহিত শর্মা।
পাকিস্তান বা নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম সেমিফাইনালে জয়ী দলের বিপক্ষে আগামী রোববার মেলবোর্নের ফাইনালের টিকিট পেতে কাল অ্যাডিলেড ওভালে মুখোমুখি হচ্ছে বিশ্বের দুই শীর্ষস্থানীয় দল ভারত ও নিউজিল্যান্ড।
সুপার টুয়েলভে ৫ ম্যাচ খেলে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনালে উঠে ভারত। গত জুলাই মাসে ইংল্যান্ড সফরে ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় আত্মবিশ^াসী করছে রোহিতকে।
সাদা বলের ঐ সফরে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছিলো ভারত।
আজ রোহিত বলেছেন, ‘ঐ সিরিজ জয়অবশ্যই ম্যাচে আমাদের বাড়তি আত্মবিশ্বাস দিবে, কারণ ইংল্যান্ডের মাটিতে ইংলিশদের হারানো স্বাভাবিকভাবেই বড় চ্যালেঞ্জ এবং আমরা সেই চ্যালেঞ্জটি বেশ ভালভাবেই জিততে পেরেছি।’
‘এই টি-টেয়েন্টি ক্রিকেটের গতিশীলতা আমরা ভালভাবেই বুঝতে পারি। নির্দিষ্ট দিনে ভাল খেলতে হবে।
সুপার টুয়েলভে গ্রুপ-১এ রানার্স-আপ হয়ে সেমিতে ওঠে ইংল্যান্ড। শেষ চার নিশ্চিতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় পায় ইংল্যান্ড।
ইংল্যান্ড দলকে সমীহ করে রোহিত জানান, জস বাটলারের দল ‘বিপজ্জনক’।
রোহিত বলেন, ‘্এই টুর্নামেন্টেও সত্যি বেশ কিছু ভালো ক্রিকেট খেলেছে তারা। এজন্য তারা এখন সেমিতে। এ ম্যাচটি জিততে আমাদের সেরাটা দিতে হবে।’
এবারের আসরে নিজের সেরাটা দিতে পারেননি রোহিত। তিনি জানান, সেমিফাইনালে তার ও ইন-ফর্ম বিরাট কোহলি কেমন করবেন তা বলা যাচ্ছে না।
রোহিত বলেন, ‘আমি মনে করি নিজেদের সেরাটা দিতে অনেক চেষ্টা করতে হবে এবং সেরাটা দিয়ে দেশের হয়ে খেলতে রান পেতে হবে ও উইকেটের জন্য চেষ্টা করতে হবে।’
তিনি আরও বলেন, ‘ নকআউট পর্বে এক ম্যাচে খারাপ মানেই আপনাকে বিচার করা যাবেনা।’
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com