ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা ৩টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই ম্যাচ শুরু হয়। টস হেরে প্রথমে ব্যাটিং করে সব ওভার খেলে ৬ উইকেটে তাদের সংগ্রহ ছিল ১৫৬ রান। ১৫৭ রানের লক্ষ্য পূরণে ব্যাটিংয়ে নেমে ১৮ ওভার খেলে ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
ইনিংসে টাইগারদের হয়ে ওপেনিং জুটিতে নেমেছিলেন লিটন দাস ও রনি তালুকদার। তারা ৩৩ রান করে আউট হয়েছেন। ইনিংসে সবচেয়ে বেশি রান করেছেন শান্ত। তিনি ৩০ বলে ৫০ রান করেছেন। তৌহিদ অভিষেক ম্যাচে ১৭ বলে করেছেন ২৪ রান। রনি ১৪ বলে ২১ রান এবং লিটন করেছেন ১০ বলে ১২ রান।
এদিকে, টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তিন নতুন মুখ নিয়ে নেমেছিল সাকিবের দল। অভিষেক হয়েছে তৌহিদ হৃদয়ের। আর ৮ বছর পর দলে ফেরা রনি একাদশে জায়গা করে নিয়েছিলেন। প্রায় দেড় বছর পর খেলেছেন শামীম পাটোয়ারী।
মাত্র ১৫৬ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসজুড়েই যেন উড়েছে বাংলাদেশ। আজকের ম্যাচ প্রথম থেকেই বাংলাদেশের অনুকূলেই ছিল। এর আগে ওয়ানডে সিরিজে ২-১ পয়েন্ট ব্যবধানে হারার পর টি-টোয়েন্টিতে যেন জেতার বিকল্প ছিল না টাইগারদের।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com