কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে সোমবার বিকালে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে বনগ্রাম ইউনিয়ন ফুটবল দল বনাম সহশ্রাম ধূলদিয়া ইউনিয়ন ফুটবল দল। খেলাটি তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ অংশগ্রহণে বনগ্রাম ইউনিয়ন দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছে সহশ্রাম ধূলদিয়া ইউনিয়ন ফুটবল দল।
খেলা শেষে দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলেদেন উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল। ফাইনাল খেলায় অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রেজাউল করিম শিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ, বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, সহশ্রাম ধূলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিয়াকত আলী খান, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, চান্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সৈয়দ মুরাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মাঈনুর রহমান মনির, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: ইসরাইল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ।
ফুটবল টুর্নামেন্টটির সার্বিক পরিচালনায় ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ আহসান হাবীব সাধু।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com