ঝালকাঠি জেলার রাজাপুরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব-১৭ চুড়ান্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় রাজাপুর সদর ইউনিয়ন একাদশ শুক্তাগড় ইউনিয়ন একাদশকে ৪-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা জিতে নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান এর সভাপতিত্বে এ টুর্ণামেন্টে উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে ছয়টি দল অংশগ্রহন করে।চ্যাম্পিয়ন ট্রফি গ্রহন করেন রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন তালুকদার ও রানার্স আপ ট্রফি গ্রহন করেন শুক্তাগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিউটি সিকদার। উৎসব মুখর পরিবেশে টুর্নামেন্ট সম্পন্ন হয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com