গাছের দান
প্রিতময় সেন
গাছ, তুমি আমাদের ফল দাও, বাতাস দাও
আমরা তোমায় কী দিই?
তুমি আমাদের ছায়া দাও
বাঁচার জন্য অক্সিজেন দাও,
বিনিময়ে, আমরা তোমায় কষ্ট দিই।
মানুষ মানেই বোকারদল
মানুষেরা বোঝেনা কিছুর মর্ম।
প্রকৃতিকে ধ্বংস করে
প্রকৃতির মাঝেই আবার তারা শান্তি খোঁজে।
আমরা যে বড়ই আজব জাতি!
গাছ কেটে ক্লান্ত হলে
আমরা গাছের ছায়া খুঁজি।
গাছ বড়ই উপকারী,
তাতো আমরা সবাই জানি
তাও গাছের যত্ন, কয়জন রাখি?
আমরা যে ভাই, আজব জাতি!
ক্লান্ত হয়ে শান্তি খুঁজি,
আমরা আবার চারপাশের শান্তি
গুরত্ব দিয়ে নিজেরাই নষ্ট করি।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com