প্রকাশিত হচ্ছে নতুন কবিতার বই ‘নৈঃশব্দের শব্দচয়ন ও একটি দীর্ঘশ্বাস’। রোমান্টিক ধাচের কবিতার এই সংকলনটি একটি যৌথ কাব্যগ্রন্থ। মো. সেলিম হাসান দুর্জয় আর দেবী চারুলতার লেখা কবিতা নিয়ে সাজানো হয়েছে এই সংকলনটি। বইটি প্রকাশ করছে মেহেদী পাবলিকেশন্স।
প্রকাশক জানিয়েছেন, বইটির প্রচ্ছদ মূল্য ১৮০ টাকা। প্রকাশনী ছাড়াও রকমারি, ই-বই বিতান অনলাইন বুক শপ থেকেও বইটি সংগ্রহ করা যাবে। এছাড়াও গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে ইউনিভার্সিটি লাইব্রেরী সহ অন্যান্য লাইব্রেরী থেকে পাঠক বইটি সংগ্রহ করতে পারবেন।
‘নৈঃশব্দের শব্দচয়ন ও একটি দীর্ঘশ্বাস’ সংকলনে স্থান পেয়েছে দুই কবির ৮৪টি কবিতা। প্রতিটি কবিতার শব্দমালা সেজেছে অনুভূতির গল্প নিয়ে। বইটি প্রসঙ্গে মো. সেলিম হাসান দুর্জয় বলেন, সামাজিক টানাপোড়েন যেখানে নিশ্চিত, প্রেমের দুর্বার যাত্রা সেখানেই শুরু। পৃথিবীর কঠিন দেয়ালে এ কাব্যগ্রন্থটি প্রেমের নিঃস্বার্থ বিজ্ঞাপন।
মো. সেলিম হাসান দুর্জয়-এর লেখা প্রথম কাব্যগ্রন্থ ‘আমি বেঁচে আছি অন্যের সময়ে’ প্রকাশিত হয় অমর একুশে বইমেলা ২০২৩ এ। তিনি স্থানীয় ও জাতীয় দৈনিকে নিয়মিত লেখালেখি করেন। মো. সেলিম হাসান দুর্জয় পেশায় একজন শিক্ষক। বর্তমানে তিনি ৩৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে কর্মরত।
/তানজিদ শুভ্র
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com