বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে তরুণ লেখক আহমেদ শিমুর নতুন বই ‘দ্য ব্ল্যাক চ্যাপ্টার অব লাইফ’। বইটি প্রকাশ করেছে অনুজ প্রকাশনী। বইমেলায় দ্য ব্ল্যাক চ্যাপ্টার অব লাইফ বইটি পরিবেশক এশিয়া পাবলিকেশন্সের স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়াও রকমারি সহ বিভিন্ন অনলাইন বুকশপে বিশেষ ছাড়ে বইটি পাওয়া যাচ্ছে।
সামাজিক থ্রিলার জনরার উপন্যাস ‘দ্য ব্ল্যাক চ্যাপ্টার অব লাইফ’। উপন্যাসটির শুরু থেকে শেষ পর্যন্ত এগিয়েছে একটি খুনের রহস্য বের করার মাধ্যমে। যে রহস্য বের করতে গিয়ে চাঞ্চল্যকর বিভিন্ন তথ্য বের হয়ে এসেছে। খুন হতে হয়েছে একের পর।
বইটি সম্পর্কে জানতে চাইলে আহমেদ শিমু বলেন, মূল থিমকে ঠিক রেখে উপন্যাসটিতে নিতু চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে অটিজম বাচ্চার জীবনের নির্মমতা। যাপিত জীবনের প্রেম, ব্যর্থতা আর ঘুরে দাঁড়ানোর গল্প নিয়েই এই উপন্যাস। তিনি আরও বলেন, এই উপন্যাসের প্রতিটি চরিত্রই আমাদের সমাজের হয়ে কথা বলবে। কখনো ভাবাবে আবার কখনো পাঠক থমকে যাবে।
আহমেদ শিমু গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে সম্পদ ব্যবস্থাপনা ও উদ্যোক্তা বিভাগে স্নাতকোত্তর শেষ করেন। স্বামী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আল-মামুনের সঙ্গে বর্তমানে ময়মনসিংহে থাকেন। ‘শেষ পৃষ্ঠা’, ‘অদৃশ্য দেয়াল’, ‘স্পর্শিতা’ এবং ‘দর্পণ’ তার প্রকাশিত গ্রন্থ।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com