ঢাকাবুধবার , ২৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

ব্রাদার্স এসোসিয়েশনের উদ্যোগে কুষ্টিয়া মাতাতে আসছে ব্যান্ড লালন

জাগো বুলেটিন
নভেম্বর ২৭, ২০২৩ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সাংস্কৃতিক রাজধানীখ্যাত রবীন্দ্রনাথ, লালন সহ অসংখ্য গুণি ব্যক্তিত্বের স্মৃতিধন্য কুষ্টিয়া শহর মাতিয়ে তুলতে আসছেন কন্ঠশিল্পী সুমির নেতৃত্বে জনপ্রিয় ব্যান্ড লালন।

বর্তমান তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে, সুন্দর আনন্দময় জীবনযাপন করার লক্ষ্যে এবং কুষ্টিয়ার মান উন্নয়ন চিত্র তুলে ধরা সহ তরুণদেরকে বিপথগামীর হাত থেকে রক্ষার উদ্দেশ্যে ব্রাদার্স এসোসিয়েশনের উদ্যোগে আগামী ১ ডিসেম্বর কুষ্টিয়া সরকারি কলেজ অডিটোরিয়াম মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে জাঁকজমকপূর্ণ এক বিশাল কনসার্ট।

বিজয় উৎসব শিরোনামের উক্ত কনসার্ট অনুষ্ঠানে থাকছে ফুচকা উৎসব, ফুচকা খাওয়ার প্রতিযোগিতা, ফুচকা বানানো প্রতিযোগিতা, পিঠা উৎসব সহ বিভিন্ন রকমারি জিনিসপত্রের দোকান। উৎসবটি সকল বয়সী মানুষ উপভোগ করতে পারবে।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সন্ধ্যাকালীন জাঁকজমক পরিবেশনায় থাকছে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুমির নেতৃত্বে জনপ্রিয় ব্যান্ড লালন, কণ্ঠশিল্পী সিনা হাসানের নেতৃত্বে ব্যান্ড বাংলা ফাইভ সহ স্থানীয় শিল্পী বৃন্দ।

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মাহবুব উল আলম হানিফ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি খান মোহাম্মদ জুবায়ের মাহাতাব।

ব্রাদার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাজ্জাদ বলেন, প্রতিবছরের ন্যায় এবারো কুষ্টিয়ার মানুষদের জন্য ফুচকা ফেস্টিভ্যাল ও বিজয় উৎসব ২০২৩ অনুষ্ঠান উপহার দিতে চেষ্টা করছি। এই উৎসবের ধারাবাহিকতা বজায় থাকবে আগামীতে।

ব্রাদার্স এ্যাসোসিয়েশনের সিনিয়র-সহ সভাপতি সৈয়দ মাহমুদ কবির সাফিন বলেন, প্রতিবছরের মত এবারো আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এই আয়োজনকে ঘিরে কুষ্টিয়ার সকল শ্রেণীর মানুষের মাঝে অধীর আগ্রহ কাজ করছে। সকলের সহযোগিতায় চেষ্টা করছি এ বছরে আরো সুন্দর ও শৃঙ্খলভাবে আয়োজনটি সম্পন্ন করা।

উল্লেখ্য, কুষ্টিয়া বাসীকে টিকিট সংগ্রহ করে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি উপভোগ করার আহবান জানিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ।অনুষ্ঠানের টিকিট সংগ্রহ করতে অথবা বিস্তারিত জানতে 01601470224 এই নাম্বারে যোগাযোগ করুন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com