ঢাকারবিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

প্রকাশের অপেক্ষায় শান্ত’র ‘তিন বসন্ত’

তানজিদ শুভ্র
আগস্ট ২৪, ২০২২ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

তরুণ প্রজন্মের জনপ্রিয় ঔপন্যাসিক মশিউর রহমান শান্ত’র অনন্য লেখনীতে সমাজের উঁচু-নিচু সব শ্রেণির মানুষের বিস্ময়কর অন্তর্গত ক্যানভাস পাঠককে মুগ্ধ করে, ভাবনার জগতে তোলে তুমুল তোলপাড়। ব্যক্তিগত জীবনে রেডিও উপস্থাপক হিসেবে সমাজের ক্লেদাক্ত চরিত্র থেকে শুরু করে বর্ণিল সত্তা সকলের সাথে ঘটেছে তাঁর অনায়াস পরিচ্ছন্ন পরিচয়। সেই অভিজ্ঞতা আর স্বপ্নিল কল্পনার সুষম সমাবেশে তিনি গড়ে তুলেছেন তাঁর নতুন উপন্যাস সংকলন ‘তিন বসন্ত’র জগৎ।

সংকলনে ঠাঁই পাওয়া ‘সূর্যোদয়’, ‘অভিমানের শহর’ এবং ‘রেডিও জকি’ এই তিনটি ভিন্নমাত্রার উপন্যাসের মধ্য দিয়ে মশিউর রহমান শান্ত খুঁজে ফেরেন জীবনের স্বরূপ ও দর্শন। সূর্যোদয় উপন্যাসে তিনি বলেছেন এক স্বপ্নবিলাসী শিল্পপতির গল্প। অভিমানের শহর উপন্যাসে মিলবে শহুরে দুই তরুণ-তরুণীর জীবনে ঘটে যাওয়া কিছু মনকাড়া ঘটনার ইতিবৃত্ত। রেডিও জকিতে একজন রেডিও উপস্থাপক বর্ণনা করেন তার নানামুখী অভিজ্ঞতার কথা। সমাজের ক্ষয়ে যাওয়া মূল্যবােধে ফুটে ওঠা যন্ত্রণাক্লিষ্ট মানুষের অবয়ব বর্ণিত হয়েছে এই উপন্যাসে।

বাংলা কথাসাহিত্যে অকপট গল্পকথনের যে ধারাটি অব্যাহত রয়েছে সেখানে শান্ত’র লেখনী সমৃদ্ধ ও প্রাণবন্ত। মানবজীবনের বহুমাত্রিক সমীকরণ মেলানাের প্রয়াসে ‘তিন বসন্ত’ হয়ে উঠেছে তাঁর শিল্পিত উত্তরণের অনন্য নিদর্শন।

আরজে শান্ত বর্তমানে রেডিও ধ্বনিতে অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি যুক্ত আছেন আরও বেশ কিছু সৃজনশীল কাজের সাথে। তার প্রকাশিত অন্যান্য বইগুলো হলো- ট্রেন টু কাশ্মির, ভোরের রং কালো, পরছায়া, সূর্যোদয়, রেডিও জকি, ধোকা, বি পজেটিভ : একটি পজেটিভ বাংলাদেশের গল্প, গল্পান্তর ঢাকা এফএম ৯০.৪, তরুণ তারকাদের গল্প।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com