এবারের বইমেলা উপলক্ষে ইতোমধ্যে প্রকাশিত হয়েছে শাহারিয়ার আলিফ-এর প্রথম কাব্যগ্রন্থ “অদ্বিতীয়র তৃতীয় ব্যথা”। কবিতার বইটি প্রকাশ করেছে দুয়ার প্রকাশনী। আইয়ুব আল আমিন এর প্রচ্ছদে ৫৫ পৃষ্ঠার বইটির মলাট মূল্য ২০০ টাকা। বিশেষ বইটি বিভিন্ন অনলাইন বুক শপে পাওয়া যাচ্ছে।
পাঠকের সাড়া পাওয়ার বিষয়ে শাহারিয়ার আলিফ বলেন, রকমারির মাধ্যমে সৌদি আরব থেকেও পাঠক বইটি সংগ্রহ করেছেন, এমনকি আমেরিকা থেকেও বইটির অর্ডার এসেছে। এছাড়া দেশের নানা প্রান্ত থেকে পাঠক বইটি ক্রয় করছেন।
শাহারিয়ার আলিফ প্রেমের কবি হিসেবে পরিচিত। তার জন্ম মাগুরায়। স্বপ্ন ছিল ক্রিকেটার হওয়ার। খেলোয়াড় হওয়ার স্বপ্ন পূরণ না হলেও খেলার প্রতি তার প্রেম এতটুকু কমেনি। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে লিখছেন উপন্যাস। যেটা খুব শীগ্রই প্রকাশিত হবে বলে জানিয়েছেন শাহারিয়ার আলিফ।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com