প্রকাশিত হয়েছে সিলেটের তরুণ ছড়াকার নাঈমুল ইসলাম গুলজারের কবিতার বই “দিলরুবা”। শুভ্র আবিরের প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে সিলেটের প্রকাশনা সংস্থা পাপড়ি প্রকাশ। বইটি সিলেট বইমেলায় প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে।
দিলরুবা মূলত প্রেমের কবিতা। নাঈমুল ইসলাম গুলজারের প্রকাশিত অন্য বই- ঘুমপাড়ানি মাসি পিসি। নাঈমুল ইসলাম গুলজার বইটির জন্যই পাপড়ি-করামত আলী পান্ডুলিপি পুরস্কার-২০২০ পান।
/শুভ্র/
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com