ঢাকাসোমবার , ২ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

বইমেলায় ‘একটি হারানো বিজ্ঞপ্তি’

জাগো বুলেটিন
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

এবারের বইমেলায় প্রকাশিত হচ্ছে মনদীপ ঘরাইয়ের নতুন উপন্যাস ‘একটি হারানো বিজ্ঞপ্তি’। সাদিত উজ জামান এর প্রচ্ছদে বইটি প্রকাশ করছে অন্যপ্রকাশ।

বইটি সম্পর্কে মনদীপ ঘরাই জানান, উপন্যাসটি পড়লে পাঠক নতুন করে ভাবতে শিখবেন। এই ধারার উপন্যাস পাঠক খুব একটা পড়েননি। আশা করি উপন্যাসটি পাঠক সাদরে গ্রহণ করবেন।

মনদীপ ঘরাই এর প্রথম গল্পগ্রন্থ ‘অল্প গল্প’ প্রকাশ হয় ২০১৯ সালে। অন্য বইগুলোর মধ্যে গল্পগ্রন্থ ‘এক কাপ নীল’, উপন্যাস ‘ফুঁ’, কাব্যগ্রন্থ ‘আমাকে বোঝেনি কেউ’ উল্লেখযোগ্য।

২০১৯ সালে ভারতের আরশিকথা পত্রিকার আয়োজনে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে তাকে লেখক সম্মাননা প্রদান করা হয়। কর্মজীবনেও তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমুখী কাজের জন্য সমাদৃত হন।

তিনি ২০২১ সালে গ্লোব্যাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন করেন। ২০২২ সালে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে শরীয়তপুরে শুদ্ধাচার পুরস্কার লাভ করেন।

উপমহাদেশের প্রথম কবিতার দেওয়াল ‘কাব্যমায়া’ ও উন্মুক্ত পাঠাগার ‘একুশ’ নির্মাণের জন্য ইয়ুথ সামিটে স্পেশ্যাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড গ্রহণ করেন। তিনি জাতীয় দৈনিক ও অনলাইনে সাহিত্য, ক্রীড়া ও তথ্যপ্রযুক্তি নিয়ে লেখালেখি করেন।

কবি ও কথাসাহিত্যিক মনদীপ ঘরাই শিক্ষাজীবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর করেছেন। কর্মজীবনে শুরুতে প্রথম সারির গণমাধ্যমে কাজ করেছেন। বর্তমানে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত আছেন তিনি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com