শুক্রবার (১৭ মার্চ) বগুড়ার সোনাতলা উপজেলা পরিষদ সভাকক্ষে কবি, লেখক ও গণমাধ্যমকর্মী সাজেদুর আবেদীন শান্তর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘স্নিগ্ধ ভোর অথবা মৃত্যু’র পাঠ উন্মোচন হয়।
এদিন বিকালে অনুষ্ঠিত আয়োজনে উপস্থিত ছিলেন সোনাতলার স্থানীয় কবি-সাহিত্যিক, সাংবাদিক ও শিল্প-সংস্কৃতি অঙ্গণের মানুষেরা। অনুষ্ঠানে ‘স্নিগ্ধ ভোর অথবা মৃত্যু’র ওপর আলোচনার পাশাপাশি লেখক সাজেদুর আবেদীন শান্তর নানান শিল্পকর্মের ওপর বিশদ আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক, সম্পাদক ও প্রভাষক ইকবাল কবির লেমন, সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক তাহেরুল ইসলাম উজ্জ্বল, সোনাতলা থানার উপ পুলিশ পরিদর্শক নুর ইসলাম, লেখক ও যুদ্ধ দলিলের জেলা সমন্বয়ক রাশেদুজ্জামান রণ, শিক্ষক আশরাফুল ইসলাম, আলোর প্রদীপের চেয়ারম্যান মেহেরুল ইসলাম৷
এসময় আরও উপস্থিত ছিলেন সোনাতলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংবাদিক লতিফুল ইসলাম, সাংবাদিক বিকাশ, গল্পকার সাকি সোহাগ ও উদীচী শিল্পী গোষ্ঠীর সোনাতলা উপজেলার আহবায়ক সজল চন্দ্র শীলসহ আরও অনেকে।
আলোচনার পর বইটি সম্পর্কে লেখক বক্তাদের নানা প্রশ্নের উত্তর দেন এবং বক্তারা লেখকের লেখালেখির সাফল্য কামনা করেন।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com