
পাঠকপ্রিয় কবি ও কথাসাহিত্যিক কামরান চৌধুরীর দ্বিতীয় গল্পগ্রন্থ ‘কমলা রোদ্দুর’ প্রকাশিত হতে যাচ্ছে এবারের অমর একুশে বইমেলায়। বইটি প্রকাশ করছে অন্ত্যমিল প্রকাশনী।
বইটি সম্পর্কে লেখক বলেন, “এটি একটি সামাজিক গল্পগ্রন্থ। এর চরিত্রগুলোর মাধ্যমে বর্তমান সমাজে একটি শিক্ষামূলক বার্তা দেওয়া হয়েছে, যা অত্যন্ত জরুরি। এছাড়া, বইটিতে ভালোবাসা, দ্রোহ, রম্য ও বাস্তবধর্মী কিছু গল্প রয়েছে, যা পাঠকদের মুগ্ধ করবে বলে আশা করছি।”
শৈশবকাল থেকেই বাংলা সাহিত্যের প্রতি গভীর অনুরাগী কামরান চৌধুরী। ২০২১ সালে অমর একুশে বইমেলায় প্রকাশিত হয় তাঁর সম্পাদিত যৌথ কাব্যগ্রন্থ ‘কাব্যের নিশাচর’। কামরান চৌধুরী প্রকাশিত বই- গল্পগ্রন্থ ‘নিথর ইস্টিশন’ (২০২২), কাব্যগ্রন্থ ‘অখ্যায়িকা’।
অল্প সময়ের মধ্যেই সাহিত্যে অবদান রাখার জন্য কামরান চৌধুরী পেয়েছেন ‘জাতীয় সেরা গল্প পুরস্কার ২০২৩’, ‘রবীন্দ্রনাথ লিটারেচার অ্যাওয়ার্ড’, ‘দুয়ার প্রকাশনী বেস্টসেলার অ্যাওয়ার্ড ২০২৩’ সহ বেশ কিছু সম্মাননা ও পুরস্কার। বর্তমানে তিনি একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিজনেস ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কর্মরত আছেন।
সংবাদ পঠিত হয়েছে- 84
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com