
অমর একুশে বইমেলা ২০২৫ এ আসছে কবি এম.এ.শিকদার এর একক কাব্যগ্রন্থ অঞ্চিত পূরবী। বইটির প্রচ্ছদ করেছেন তরুণ চিত্রশিল্পী আর.করিম। উচ্ছ্বাস প্রকাশনী হতে বইটি প্রকাশ হচ্ছে এবং বইমেলার ৬৬৯ স্টলে পাওয়া যাবে। বইটির মুদ্রিত মূল্য ২৫০ টাকা ধরা হয়েছে।
প্রেম বিরহ, প্রকৃতি, সমাজ সংস্কৃতি ও নৈতিকতা ইত্যাদি নিয়ে তার এই গ্রন্থটি রচিত। কবিতার মাঝে আবেগ অনুভূতি, ধর্মীয় মূল্যবোধ ও সমাজের নানা অসঙ্গতি তিনি তুলে ধরেছেন।
কবি এম.এ.শিকদার কবিতা ও ছড়ার পাশাপাশি পুঁথি সাহিত্যও চর্চা করেন। উল্লেখ্য, অঞ্চিত পূরবী কবির প্রথম একক কাব্যগ্রন্থ। অঞ্চিত পূরবী ছাড়া তার বেশ কয়েকটি যৌথকাব্য সংকলন রয়েছে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com
