ঢাকাবৃহস্পতিবার , ৩০ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

শুরু হয়েছে ‘মাধবী ফোটাবো তুমি আসবে?’র প্রি অর্ডার

জাগো বুলেটিন
ফেব্রুয়ারি ২২, ২০২২ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

এবারের বইমেলা উপলক্ষে প্রকাশিত হচ্ছে তরুণ লেখক মনির মোহাম্মদের প্রথম কাব্যগ্রন্থ ‘মাধবী ফোটাবো তুমি আসবে?’। বইটি প্রকাশ করছে দাঁড়িকমা প্রকাশনী। প্রচ্ছদ করেছেন লিমন মেহেদী। বইটির মলাটমূল্য ১৩৫ টাকা রাখা হয়েছে। প্রি অর্ডারে বইটি ১০০ টাকায় পাওয়া যাচ্ছে। প্রি অর্ডারের প্রথম একশ জন পাবে ‘মাধবী ফোটাবো তুমি আসবে?’ লেখা মাস্ক এবং দশ জন পাবে টি-শার্ট।

‘মাধবী ফোটাব তুমি আসবে?’ বইটিতে ৫৬ টি কবিতা রয়েছে। বইটির গায়ের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। প্রকাশনী সূত্রে জানা গেছে বইটি এ সপ্তাহে মেলায় প্রকাশনীর নিজস্ব ১৪৮ নম্বর স্টলে পাওয়া যাবে। এছাড়া বইটি বিভিন্ন অনলাইন বুকশপ থেকে পাঠকরা কিনতে পারবে।

বইটির প্রসঙ্গে লেখক মনির মোহাম্মদ বলেন, আশাকরি আমার আগের প্রকাশিত সবগুলো বইয়ের মত পাঠকরা আগ্রহ নিয়ে আমার কবিতার বইটিও সংগ্রহ করবে। দীর্ঘদিন ধরে আমি কাব্যগ্রন্থটি নিয়ে কাজ করছি। আশাকরি কবিতাগুলো আমার পাঠকদের মুগ্ধ করবে।

মনির মোহাম্মদের প্রকাশিত অন্যান্য গ্রন্থের মধ্যে উপন্যাস- এগারসিন্ধুর, নয়া বউ, নাইওরি এবং গল্পগ্রন্থ নীলাদ্রি। এ ছাড়া তার সম্পাদনায় প্রকাশিত হয়ছে ‘নগরের চিঠি’, ‘পরসমাচার’ নামে দুটি গল্প-কবিতার সংকলন। এবার সম্পাদনা করছেন ‘পুনশ্চ’ নামে আরেকটি সংকলন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com