ঢাকাবৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

বইমেলায় সোহেল বীরের নতুন বই ‘খোকন তুমি মানুষ হবে’

জাগো বুলেটিন
মার্চ ৭, ২০২২ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

এবারের বইমেলা উপলক্ষে প্রকাশিত হয়েছে কবি ও গল্পকার সোহেল বীরের নতুন বই- খোকন তুমি মানুষ হবে। বইটি প্রকাশ করেছে ঢাকার প্রকাশনী শিশু গ্রন্থকুটির। প্রচ্ছদ করেছেন শিল্পী মামুন হোসাইন ও অলংকরণ করেছেন নয়ন কুমার অধিকারী। বইটির মুদ্রিত মূল্য মাত্র ১৫০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে ঢাকার একুশে বইমেলার শিশু চত্বরে ‘শিশু গ্রন্থকুটির’ প্রকাশনীর ১৮৮-১৮৯ নং স্টলে।

খোকন তুমি মানুষ হবে সোহেল বীরের দ্বিতীয় ছড়া-কবিতাগ্রন্থ।  ‘ভালোবাসি থই থই খাল-বিল-নদী/সাদা মেঘ অজানায় ছোটে নিরবধি, ভালোবাসি নীলাকাশ, ভালোবাসি ঘুড়ি/ইচ্ছেরা ঐ দূরে করে ওড়াউড়ি- এরকম ভালোলাগা কিশোর কবিতাসহ মোট ২০টি ছড়া-কবিতা দিয়ে সাজানো হয়েছে ‘খোকন তুমি মানুষ হবে’ বইটি। চাররঙা প্রচ্ছদ আর অলংকরণে ভরপুর মোট ২০টি ছড়া-কবিতা দিয়ে প্রকাশিত নতুন এই বইয়ে আছে মা, বাবা, মাটি আর প্রকৃতির গন্ধ; আছে স্বাধীনতার কথা। তার লেখাতে মূর্ত হয়ে উঠেছে প্রিয় ছেলেবেলা। নানা রঙে, নানা ঢঙে উপস্থাপিত প্রতিটি লেখাই সুখপাঠ্য।

নতুন বই সম্পর্কে লেখক বলেন, ‘বর্তমান সময়ে শিশু-কিশোররা বই পড়া রেখে বিভিন্ন গেম ও ইলেক্ট্রিক ডিভাইসের প্রতি আসক্ত হয়ে পড়ছে। ইচ্ছেমতো ফড়িঙের সাথে দস্যিপনায় মেতে ওঠা কিংবা বিকেল বেলা মাঠে গিয়ে খেলার সাথিদের সাথে ঘুড়ি ওড়ানোর সেই দৃশ্য গ্রিলবন্দী নাগরিক জীবনে দেখা যায় না বললেই চলে। আমরা জানি, ভালো বই-ই পারে সবার মাঝে আলো ছড়াতে। প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে বইয়ের কোনো বিকল্প নেই। মজার মজার ছড়া-কবিতার মাধ্যমে সে-বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। বইটি ছোটো-বড়ো সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com