সময়ের জনপ্রিয় শিল্পী, লেখক ও সাংবাদিক আমিরুল মোমেনীন মানিকের নতুন বই প্রকাশিত হয়েছে। ‘ফেরেশতার সুগন্ধি রুমালে আমার আত্মা’ নামের বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা সরলরেখা।
‘ফেরেশতার সুগন্ধি রুমালে আমার আত্মা’ বইটির প্রচ্ছদ করেছেন- এবং ভূমিকা লিখেছেন বরেণ্য কবি আসাদ চৌধুরী। বাংলা একাডেমি বইমেলা’র ২৭৫ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। বইটির মলাটমূল্য ৩২০ টাকা।
মানিকের লেখা অন্যান্য বইগুলো হলো: সুর-সঞ্চারী, ইবলিস, ব্লাডি জার্নালিস্ট, বিশ্ববিদ্যালয়ের কতিপয় স্টুপিড শিক্ষক, রাজনীতির কালো শকুন, বঙ্গবীর এক্সপ্রেস, জনচাকর, মুখোশপরা মুখ, খবরের ফেরিওয়ালা, সাংবাদিক সাংঘাতিক, টিভি সাংবাদিকতার অ আ ক খ, রোহিঙ্গা তরুণী, রহস্যগন্ধী তরুণী, রাত নেমেছিল বুকে, আরতুগ্রুল বাঙালি, বিপ্লবী আনোয়ার ইবরাহিম, রাজনীতির কালো শকুন, মুখোশ পরা মুখ, সবুজ পরীর গান, আগুন পাখি, আগুনের জুতো পায়ে হাঁটছি উল্লেখযোগ্য।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com