তরুণ লেখক মোহাম্মদ অংকনের সম্পাদনায় বের হয়েছে ‘মুক্তিযুদ্ধভিত্তিক একশো কবিতা’ সংকলন। গত ১৭ এপ্রিল ঢাকার উত্তরায় প্রতিবিম্ব প্রকাশের কার্যালয়ে সম্পাদক বইতে অটোগ্রাফ দেওয়ার মধ্য দিয়ে সংবাদটি সকলকে জানান।
এ সংকলনে মোট একশোজন কবির মুক্তিযুদ্ধকে উপজীব্য করে লেখা একশো কবিতা স্থান পেয়েছে। তারই ভিত্তিতে এমন নামকরণ। ১১২ পৃষ্ঠা সমৃদ্ধ বইটির মলাটমূল্য ধরা হয়েছে ৩০০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে রকমারি ডট কমসহ প্রতিবিম্ব প্রকাশের নিজস্ব আউটলেটে। বইটির প্রচ্ছদ করেছেন জনপ্রিয় চিত্রশিল্পী আল নোমান। সম্পাদক বইটি উৎসর্গ করেছেন কথাসাহিত্যিক, টিভি-নাট্যকার ও বীর মুক্তিযোদ্ধা ইসহাক খানকে।
সংকলনের বিষয়ে লেখক ও সম্পাদক মোহাম্মদ অংকন জানান, ‘মহান মুক্তিযুদ্ধ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অনুষঙ্গ। সম্পূর্ণ দেশপ্রেম, মুক্তিযুদ্ধের প্রতি ভালোবাসা ও আগ্রহবোধ থেকে বইটি সম্পাদনার দায়িত্ব কাধে তুলে নিই। এটি আমার জীবনের সেরা একটি কাজ। সংকলনে অংশ নেওয়া সকলকে শুভেচ্ছা জানাই। তাদের সহাতায় আমি মুগ্ধ।’
তরুণ প্রজন্মের লেখক হয়েও মোহাম্মদ অংকন মুক্তিযুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করায় প্রশংসা করে কবি, সম্পাদক ও প্রকাশক আবুল খায়ের জানান, ‘অংকনের মাঝে যে কর্ম উদ্দিপনা ও সাহিত্য মনোভাব আমি দেখেছি, তাতে বিমোহিত। সে যে কাজেই হাত দিবে, তা যেন আলোর মুখ দেখবে। সেই ভরসা থেকে সংকলনটি প্রকাশে প্রতিবিম্ব প্রকাশ সর্বাত্মক সহযোগিতা করে। তাঁর আগামী দিনগুলোতে আমরা পাশে থাকব।’
মোহাম্মদ অংকন নিয়মিত দেশ-বিদেশের বাংলা পত্রপত্রিকা ও ম্যাগাজিনে লেখালেখি করেন। এযাবৎ তার প্রকাশির বই তেরোটি। এই প্রথম তার সম্পাদনায় সংকলন বের হল। আগামীতেও এমন বিষয়ভিত্তিক সংকলন প্রকাশের মনোভাব ব্যক্ত করেন এই তরুণ লেখক।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com