প্রকাশ হয়েছে পারভেজ হুসেন তালুকদারের “স্মৃতির আলপনায় কাব্য”। পারভেজ হুসেন তালুকদারের প্রচ্ছদে ই-বইটি প্রকাশ করেছে বাংলাদেশ অন্যতম ই-বই লাইব্রেরি বইটই অ্যাপ।
গচিয়া শামসুদ্দিন সিকন্দর উচ্চ বিদ্যালয় ও অত্র প্রতিষ্ঠানের ২০২২ সালের এসএসসি পরিক্ষার্থীদের উৎসর্গ করা স্মৃতির আলপনায় কাব্যে পারভেজ হুসেন তালুকদার তার স্কুল জীবনের বিভিন্ন শিক্ষামুলক প্রসঙ্গ সহ কৈশোর কলীন স্মৃতিচারণ করেছেন।
কবি ও ছড়াকার পারভেজ হুসেন তালুকদারের জন্ম ২০০৫ সালের ২৩ আগস্ট সুনামগঞ্জের দিরাই উপজেলার জটিচর গ্রামে। তিনি বিভিন্ন দৈনিকে নিয়মিত লিখেন। তিনি কাব্য কিশোর ও মুক্তকথন অনলাইন সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন।
পারভেজের প্রকাশিত অন্যান্য বই- ছড়ার ঝলক, মজার পড়া ছন্দ ছড়া ও চাওয়া না চাওয়া।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com