বানের জল
ফারুক আহম্মেদ জীবন
আমার বাংলাদেশের পার্শ্ববর্তী
প্রতিবেশী রাষ্ট্র ভারত
বাহানার ছলেই শুধু ধরে বন্ধুর বেশ,
বন্ধুই যদি হতো ভারত
তবে কি আর বানের জলে ডুবাইয়া
আমার সোনার বাংলাদেশকে
করতে পারতো শেষ?
আমার বাংদেশেতে মিলে মিশে
থাকি আমরা সকল জাতি,
থাকে, হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান
তবে তোমরা বাঁধ খুলে আজ
মানুষ, পশু, পাখির জীবন-টা কেড়ে
দেখাও এ কেমন বন্ধুত্ব আজ
এ কেমন স্বজন প্রীতি?
এখানে কি শুধু মুসলিম থাকে?
নারী শিশু হিন্দুও থাকে লাখে লাখে
তারাও যে আজ জলে ভাসে,
ঘৃণায় তারাও যে সব ছিঃ ছিঃ করে
তোমাদের কর্মকাণ্ড দেখে সব
মানুষ হয়ে নেই কি কোন মানবতা…
এই করলে সব পরিশেষে?
জাত কুল সব ধর্ম বর্ণ ভুলে
মানুষ হয়ে এক কাতারে এসো চলে,
নয়-তো কোনো বড় ধর্ম,
মানুষের যে বড় পরিচয় তার কর্ম
নইলে এ ইতিহাস হবে লেখা
যুগের আবর্তনে একদিন পরিহাসে
রাখবে বাঙালী হৃদয় তুলে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com