ঢাকামঙ্গলবার , ২৯ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

এক টুকরো আকাশ কিনবো তোমার নামে

জাগো বুলেটিন ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২২ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

এক টুকরো আকাশ কিনবো তোমার নামে

-শুভ বসাক জয়।।

 

এক টুকরো আকাশ কিনবো তোমার নামে!

বড় সাইনবোর্ডে লেখা রবে “এখানে পাখিদের ওড়া নিষেধ,

ওড়বে না কোন প্রজাপতি কিংবা কিশোরের লাগামহীন ঘুড়ি”

এরোপ্লেন নামক দানবও যাতে চাকা না মাড়ায় এ আকাশে

মেঘ থাকবে না, গর্জন থাকবে না, কেবল নীল রঙটা থাকু

সূর্য্যটিকে বানিয়ে দেব তোমার আকাশ গোলাম

কখনও যদি ইচ্ছে হয় তীব্র শীতে দুজন মিলে একটু করে রোদ খাবো

পোষ্য সূর্য্য একটুখানি রোদ দিয়ে আবার মিলিয়ে যাবে।

ভীষন খরায় ইচ্ছে হল

মেঘবিহীন বৃষ্টি নামাবো যৌথ আলিঙ্গনে !

আকাশের এক কোনে ঝুলিয়ে দিবো আঁটসাঁট চাঁদ

তোমার আলোয় চাঁদ জ্বলবে, আমি চাঁদে বসে তোমায় নিয়ে কবিতা লিখবো।

এক টুকরো আকাশ কিনবো তোমার নামে!

আকাশের গায়ে পাইক পেয়াদা তারা থাকবে মিটিমিটি

মাঝরাত্তিতে ঘুম ভাঙ্গলে সূর্য্যকে আদেশ দিব

“সকাল হয়ে যা, আলো ভাঙ্গা আলিঙ্গন দে”

তারপর দুজন মিলে লিলুয়া বাতাস ধরে হেঁটে যাবো

কখনও বা রোদদুপুরে সূর্য্যটাকে কান ধরে রাত নামাবো

জোছনা কম দেয়ার অপরাধে চাঁদকে বহিস্কার করে তোমায় সেঁটে দেব আকাশে

তারপর আমি পৃথিবীর সকল নিয়ম ভেঙ্গে তোমার চারপাশে ঘুরবো ঘুরবো।

আকাশে পাখি নেই বলে তুমি আফসোস হবে ভীষণ

তখন আমি বলি কি “চল দুজন মিলে ওড়াওড়ি করি”

    এক টুকরো আকাশ কিনবো তোমার নামে!

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com