ভালো লাগে
রফিকুল নাজিম
ভালো লাগে নদীর চরের ঢোলকলমি ফুল
ভালো লাগে কৃষাণীর ঐ খোলা এলো চুল,
ভালো লাগে ধূ-ধূ প্রান্তর- সর্ষে ভরা মাঠ
ভালো লাগে হলুদ ফুলের সহজ সবুজ পাঠ।
ভালো লাগে বুনো হাওয়া- লাটাই ছেঁড়া ঘুড়ি
উতল মনের ঐ কিশোরীর হাতের রেশমি চুড়ি,
ভালো লাগে নদীর ঘাটে উদোম গায়ের স্নান
সুপারি বনের মাথার ওপর ঝুলে থাকা চাঁন।
ভালো লাগে দস্যি ছেলের ডিকবাজির সেইদিন
মাঠে ঘাটে দুরন্ত সেই ছেলেবেলার ঋণ,
ভালো লাগে লাজুক লতার ঘোমটা টেনে চলা
দুষ্টু হাওয়ার কানে কানে গোপন কথা বলা।
ভালো লাগে উড়ো চিঠি- ভুল বানানের প্রেম,
চোখের তারায় গেঁথে রাখা স্বর্গের ফটোফ্রেম।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com