ঠোঁটের কালো তীল
মজনু মিয়া
গোধূলির আলতা রাঙা রূপ মাধুর্যের বাঁক
ঢেউ খেলানো গালের টোল পড়া কালো চোখ;
কমলার কোয়া যেনো ঠোঁটের আদ্রতায় সুখ
থুতনির নিচে লাভ চিহ্ন যে কাছে ডাকে।
কপালের উপর আলতো চুলের দোলাচল
শাড়ীর ভাঁজে লুকায়িত প্রেম আদুরে,
অবয়ব জুড়ে ঢেউ খেলে যায় মাধুরি
কোমর বিছা ঝুনুরঝুনুর আওয়াজের ডাক।
পায়ের মলে নিত্য করে ডমকে ডমকে
ঠোঁটের তীলে ডাকে লাজুক ইশারাতে ;
বিমুগ্ধ চোখের চাহনি মন ধরেছে
মন সিংহাসন সাজানো আজ তোমার তরে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com