বাসন্তী রঙ
জিল্লুর রহমান পাটোয়ারী
চৈতী এলো বাসন্তী রঙ,
লাগল গাঁয়ে দোল-
হোলি খেলায় মন মনমাতানো,
বেঁধেছে সব গোল।
নিলাম্বরী নীল ছুঁয়ে যায়,
হলদে রঙের শাড়ি –
বঁধুর হাতের কাঁকন বালায়,
দেয় সাজিয়ে আড়ি।
চৈতী সাজে বাসন্তী রঙ,
হোলি হোলি খেলা –
নীল হলদে গায় মাখিয়ে,
দেয় কাটিয়ে বেলা।
দোল হোলিদোল চৈতী দিনে,
বাসন্তী রঙ মাখে –
শুকনো পাতায় আলতো ছোঁয়া ,
সুরের ছন্দ আঁকে।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com