আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গণতান্ত্রিক মহিলা সমিতি ও নারী সাংবাদিক সংঘ নাসাস এর যৌথ আয়োজনে( ৮ মার্চ, ২০২২)নারী সাংবাদিক সংঘ নাসাস এর অস্থায়ী কার্যালয় দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকা অফিস কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় নারী সাংবাদিক সংঘ নাসাস এর আহবায়ক বাবলী আকন্দ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নারীনেত্রী মির্জা আরাফাত জাহান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট হারুন অর রশিদ, সহ সভাপতি হযরত আলী, সাধারন সম্পাদক তফাজ্জল হোসেন, ময়মনসিংহ বিদ্যানিকেতন স্কুলের ভাইস প্রিন্সিপাল হোসনে আরা মিশু, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ ময়মনসিংহ জেলা শাখার যুগ্ম আহবায়ক উজ্জল রবি দাস, জাতীয় ছাত্রদল ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক সুমাইয়া আক্তার, দৈনিক স্বজন পত্রিকার স্টাফ রিপোর্টার শিল্পী সরকার, জামালপুর থেকে দৈনিক পল্লীর আলো পএিকার সাংবাদিক লিমা আক্তার প্রমুখ। উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ।
বক্তাগণ বলেন, আন্তর্জাতিক নারী দিবসের সাথে জড়িয়ে রয়েছে নারী শ্রমিকদের রক্তাক্ত আন্দোলন সংগ্রামের ইতিহাস,যার সূচনা হয়েছিল ১৮৫৮ সালে নিউইয়র্কের সূচ কারখানায় নারী শ্রমিকদের উপর নির্মম নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে। এই সংগ্রামের ধারাবাহিকতায় বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে ১৯১০ সালের ৮ মার্চ কোপেনহেগেনে অনুষ্ঠিত সমাজতান্ত্রিক নারী সম্মেলনে জার্মান নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে আন্তর্জাতিক নারী দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। তখন থেকেই বিশ্বের দেশে দেশে আন্তর্জাতিক নারী দিবস পালনসহ নারী সংগঠন ও নারী মুক্তির আন্দোলন ক্রমে বৃদ্ধি পেতে থাকে। কিন্তু অত্যন্ত সুকৌশলে সাম্রাজ্যবাদী ও তাদের এদেশীয় দালাল শাসক-শোষকগোষ্ঠী এবং এনজিওদের ষড়যন্ত্রমূলক নারীবাদীতার মাধ্যমে এই দিবসের প্রকৃত তাৎপর্য আড়ালে রয়ে যায়।এদের বিরুদ্ধে সোচ্চার হয়ে সেই মুখোশ উন্মোচন করে নারী মুক্তির লক্ষ্যে নারী দিবসের প্রকৃত তাৎপর্য তুলে ধরে জাতীয় গণতান্ত্রিক সংগ্রাম গড়ে তোলার আহবান জানান নেতৃবৃন্দ।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com