মেঘের মেলা
নার্গিস আক্তার
এই মেঘ এই রোদ শিলাবৃষ্টি
করে অনাসৃষ্টি ,
মেঘেরা আসে মেঘেরা যায়
অপরূপ সৃষ্টি।
মেঘেরা যায় যে উড়ে দূরে
ঝাঁকে ঝাঁকে ভাসে,
বেলা বয়ে যায় সন্ধা হয়
ঘুম নাহি আসে।
মেঘের গর্জনে কাঁপে পৃথিবী
কাঁপে সকল প্রাণী,
মেঘের বৃষ্টি ভিজে মাটি
শীতল হয় সব প্রাণী।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com