ঢাকাবুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. আবহাওয়া
  4. কর্পোরেট বুলেটিন
  5. কৃষি সংবাদ
  6. খেলাধুলা
  7. গণমাধ্যম
  8. চাকরি
  9. জাতীয়
  10. জেলা সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. ধর্ম ও জীবন
  13. নাগরিক সংবাদ
  14. পদ্মাসেতু
  15. পাঁচমিশালি
আজকের সর্বশেষ সব খবর

ফেসবুকে ইসলাম বিরোধী পোস্ট শেয়ারের অভিযোগে সুনীল চন্দ্র ঘোষ নামে একজন আটক করে ডিবি পুলিশ

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৫, ২০২৪ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

 

ফেসবুক আইডিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এরূপ পোষ্ট ও শেয়ার করার অভিযোগে সুনীল চন্দ্র ঘোষ নামে একজনকে আটক করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার রাতে ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকা হতে তাকে আটক করা হয়। আটককৃত সুনীল চন্দ্র ঘোষ মুক্তাগাছা উপজেলার মহিষাদিয়ার সতেন্দ্র চন্দ্র ঘোষের ছেলে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আটকের বিষয়টি নিশ্চিত করেন ডিবি’র ওসি মোঃ ফারুক হোসেন।
তিনি জানান, গত ২৩ এপ্রিল ২০২৪ (Sunil Chandra Ghosh) নামক ফেসবুক আইডি হতে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট সৃষ্টিকারী ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এরূপ পোষ্ট ও শেয়ার করে। এ প্রেক্ষিতে নগরীর শম্ভুগঞ্জ এলাকার জনসাধারণ তথা নগরবাসীর মধ্যে চরম অসন্তোষের সৃষ্টি হয়। পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞার নির্দেশে ডিবির একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে নগরীর নতুন বাজার এলাকা হতে সুনীল চন্দ্র ঘোষ (৪৮)কে আটক করা হয়।
তিনি আরও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট সৃষ্টিকারী ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এরূপ পোষ্ট ও শেয়ারকারী আটক হওয়ায় সাধারণ জনগন সন্তোষ জ্ঞাপন করে। আটককৃতর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- news.jagobulletin@gmail.com