ইমরান হোসেন ইমন। নিজেকে তিনি পরিচয় দেন, ‘আমি এবং আমাদের গল্প— কথক’ হিসেবে। নিজের মত করে লেখেন জীবনের গল্প। পড়াশোনা করছেন ঐতিহ্যবাহী সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজে বাংলা বিভাগে। গল্প, কবিতা লেখালেখি করেন দীর্ঘদিন। যুক্ত আছেন নানা সামাজিক, সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে।
স্বেচ্ছাসেবী সংগঠন ইচ্ছাশক্তি, এপিডেট ফোরাম, এমসি কলেজের অন্যতম সাংস্কৃতিক সংগঠন মোহনা সাংস্কৃতিক সংগঠনে বিভিন্ন সময়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
সাহিত্য অঙ্গনে লেখালেখির হাতেখড়ি ষষ্ঠ শ্রেণির ছাত্রাবস্থায়। স্থানীয় পত্রিকা দৈনিক সিলেটের ডাক-এ লেখা ছাপার মাধ্যমে সাহিত্য জগতে প্রবেশ। সিলেট থেকে প্রকাশিত সাহিত্যের ছোটকাগজ ‘পিঁপড়া’র ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে কাজ করছেন তিনি। বর্তমানে স্থানীয় ও জাতীয় পত্রিকায় ছোটগল্প লিখছেন নিয়মিত। তার প্রকাশিত দুটি বই ‘এই তো তুমি এলে’ এবং ‘বসন্তকথা’।
ইমরান ইমন ১৯৯৭ সালের ১ জুলাই হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার চরগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মো. মাহফুজ হোসেন, মা রেহানা আক্তার। চার ভাইবোনের মধ্যে বড় তিনি। জন্মদিনে জাগো বুলেটিন পরিবার তাকে জানাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা।
আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি জাগো বুলেটিনকে জানাতে ই-মেইল করুন- jagobulletinbd@gmail.com